bear

আলিপুরদুয়ারে মা ও শাবক ভালুক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৮:২৮
Share:
Advertisement

শীতের শুরুতেই কালচিনির লোকালয়ে ডুকে পড়ল দু’টি ভালুক। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি গ্ৰাম থেকে উদ্ধার হয়েছে মা ভালুক ও তার শাবককে। দুই ভালুকের উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।গত কয়েক বছর ধরেই শীতের মরসুমে ডুয়ার্সের পাহাড় থেকে ভালুক নেমে আসার ঘটনা ঘটছে। এ বারও তার অন্যথা হয়নি। এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ ভালুক দু’টি গ্ৰামে ঢুকে পড়ে। খবর পেয়ে শুক্রবার সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ডাকা হয় কালচিনি থানার পুলিশকেও। এর পর গ্ৰামবাসী ও বনকর্মীদের যৌথ উদ্যোগে ভালুক দু’টিকে ধরে নিয়ে যাওয়া হয় রাজাভাতখাওয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement