প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অলোক
ব্রিটিশ সরকারের সন্দেহ ছিল প্রেসিডেন্সি কলেজের রসায়নাগার থেকে পাচার হচ্ছে স্বদেশি বোমা তৈরির মালমশলা। শুরু হয় নজরদারি। ১৯৪৬-এর দাঙ্গার সময় কলেজের প্রিন্সিপাল পি সি মহলনাবিশ, রাত জাগছেন কলেজ আর হস্টেল পাহারায়। অথবা কলেজের সেই দারোয়ান, যিনি দাঙ্গায় নিহত হন। এ রকম অজস্র খ্যাতনামা ও অনামী ব্যক্তিকে নিয়েই প্রেসিডেন্সি কলেজের ইতিহাস, যার যাত্রা শুরু হিন্দু কলেজ নামে। এই সব চেনা-অচেনা স্বর লুকিয়ে আছে প্রতিষ্ঠানের পুরনো দলিল-দস্তাবেজে। প্রাতিষ্ঠানিক নথি, চিঠিচাপাটি, পুরনো কলেজ পত্রিকা, ছবিকে ধুলোয় ধূসর অন্ধকার তাক থেকে উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করেছে আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তৈরি হয়েছে এক ডিজিটাল আর্কাইভ, সোমবার যার আনুষ্ঠানিক উদ্ঘাটন হল বিশ্ববিদ্যালয়েরই মহলনাবিশের নামাঙ্কিত হলে।