Presidency University

প্রেসিডেন্সির আর্কাইভে কেমিস্ট্রি ল্যাবে সরকারি নজরদারির নথি থেকে মহলনাবিশের চিঠি, প্রকাশিত হল প্রতিষ্ঠানের পুরনো দলিল-দস্তাবেজ

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৫:৪১
Share:
Advertisement

ব্রিটিশ সরকারের সন্দেহ ছিল প্রেসিডেন্সি কলেজের রসায়নাগার থেকে পাচার হচ্ছে স্বদেশি বোমা তৈরির মালমশলা। শুরু হয় নজরদারি। ১৯৪৬-এর দাঙ্গার সময় কলেজের প্রিন্সিপাল পি সি মহলনাবিশ, রাত জাগছেন কলেজ আর হস্টেল পাহারায়। অথবা কলেজের সেই দারোয়ান, যিনি দাঙ্গায় নিহত হন। এ রকম অজস্র খ্যাতনামা ও অনামী ব্যক্তিকে নিয়েই প্রেসিডেন্সি কলেজের ইতিহাস, যার যাত্রা শুরু হিন্দু কলেজ নামে। এই সব চেনা-অচেনা স্বর লুকিয়ে আছে প্রতিষ্ঠানের পুরনো দলিল-দস্তাবেজে। প্রাতিষ্ঠানিক নথি, চিঠিচাপাটি, পুরনো কলেজ পত্রিকা, ছবিকে ধুলোয় ধূসর অন্ধকার তাক থেকে উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করেছে আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তৈরি হয়েছে এক ডিজিটাল আর্কাইভ, সোমবার যার আনুষ্ঠানিক উদ্‌ঘাটন হল বিশ্ববিদ্যালয়েরই মহলনাবিশের নামাঙ্কিত হলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement