শীত মানেই কাছেপিঠে ঘুরতে যাওয়া। শীত মানেই ব্যান্ডেল চার্চ। ডিসেম্বরের দ্বিতীয় রবিবার, ছুটির দিন। কিন্তু ঠাণ্ডা সেভাবে পড়েনি। তা সত্ত্বেও ভিড় ব্যান্ডেল চার্চে। সৌজন্যে টেট। হুগলিতে ৬৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। আড়াই ঘণ্টার পরীক্ষা শুরু ১২টায়। অনেকেই দূর থেকে পরীক্ষা দিতে এসেছেন। ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষার্থীদের অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষা করতে পারেননি। অগত্যা কাছের ব্যান্ডেল চার্চে ভিড় জমান অনেকে।