নাটক। নাটক। আর নাটক। ফাইনালের আগে পর্যন্ত মরক্কো বনাম ফ্রান্স, দ্বিতীয় সেমিফাইনালকে যারা ‘ম্যাচ অব দ্য টুর্নামেন্ট’ বলে গলা ফাটাচ্ছিলেন, তারাই আজ সেই বিতর্কের ইতি লিখে দিলেন। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স, এটাই শতাব্দীর সেরা ফুটবল দ্বৈরথ হয়ে থেকে যাবে কিনা, সে নিয়েই শুরু হয়ে গেল নতুন চর্চা। বিশ্বকাপের ফাইনালে প্রথমার্ধেই ২-০ এগিয়ে থেকে খেলা টাইব্রেকার পর্যন্ত গড়াল। মেসির পেনাল্টি, জ্যামিতিক পাস থেকে এমবাপের হঠাৎ ঘুম ভাঙা আগ্নেয়গিরি হয়ে ওঠা— দম আটকে যাওয়া খেলার প্রতি মুহূর্ত ছবি হয়ে থেকে গেল স্মৃতিতে। ফুটবলে জেগে থাকা কলকাতার স্মরণীয় রাত, ঐতিহাসিক করে রাখল আনন্দবাজার অনলাইন।