প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: সুবর্ণা ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: ঋতুরাজ
কোন প্রেক্ষিতে সংরক্ষণ ব্যবস্থার শুরু ভারতে? জাতিগত সংরক্ষণের আদর্শটি কী? তার থেকে কি বিচ্যুত নতুন গরিব সংরক্ষণের নীতি? এখনও প্রয়োজন আছে জাতিগত সংরক্ষণের? দেশের দরিদ্র জনতার উন্নয়নে এই নতুন সংরক্ষণ আইন কতটা ফলপ্রসূ হবে। এ রকম আরও অনেক বিতর্ক নিয়ে আলোচনায় সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ পার্থ চট্টোপাধ্যায়।