বিশ্ব জুড়ে বাড়ছে গড় তাপমাত্রা। গলছে হিমবাহ। ক্রমেই উঁচু হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। সম্প্রতি একের পর এক দাবানলে নাজেহাল ইউরোপের বিভিন্ন দেশ। শুধু পাকিস্তান, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশই নয়, কয়েক মাস আগেই তীব্র তাপদাহের অভি়জ্ঞতা হয়েছে লন্ডনের বাসিন্দাদেরও। বিশ্বজোড়া এই জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ১৯৫টি দেশ স্বাক্ষর করেছে প্যারিস চুক্তিতে। তাদের মধ্যে একটি দেশ ভারত। সংকটের সঙ্গে যুঝতে আর কী কী অঙ্গীকার করেছে ভারত?