Sania Mirza

বাবা তোমার সঙ্গে সর্বক্ষণ থাকবে না, ছেলেকে সম্প্রতি বলেছিলেন শোয়েব

শোয়েব তাঁর স্ত্রী সানিয়াকে ঠকাচ্ছিলেন, পাকিস্তান সংবাদমাধ্যমের খবর।

গ্রাফিক: অলোক

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৫:০৮
Share:
Advertisement

একসঙ্গে থাকবেন না তাঁরা। শোয়েব মালিক ও সানিয়া মির্জার সংসারে ভাঙন। গুঞ্জন আরও সত্যি খবরে পরিণত হচ্ছে। তাঁদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে বলে খবর। সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সানিয়া। তিনি লিখেছেন, ‘‘ভগ্ন হৃদয় অবশেষে আল্লাহ-র দরবারে পৌঁছয়।’’ পাকিস্তান সংবাদমাধ্যমের খবর, শোয়েব বেশ কিছু দিন ধরেই সানিয়াকে ঠকাচ্ছেন। সেটা বুঝতে পেরেই সানিয়া নাকি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সানিয়া-শোয়েবের বারো বছরের দাম্পত্যের ফসল তাঁদের চার বছরের পুত্রসন্তান ইজহান মির্জ়া মালিক। সানিয়া-শোয়েব একসঙ্গে না থাকলেও তাঁরা দুজনেই ছেলের দেখাশোনা করছেন বলে খবর। সম্প্রতি দুবাইয়ে ছেলের জন্মদিন উপলক্ষে শোয়েব লেখেন, ‘‘বাবা তোমার পাশে সারা ক্ষণ থাকবে না। রোজ দেখাও হবে না। কিন্তু তোমার কথা আর মুখের হাসি প্রতি মুহূর্তে মনে করবে।’’ শোয়েবের এই লেখায় তাঁদের দাম্পত্যের ভাঙন স্পষ্ট। সানিয়াও সমাজমাধ্যমে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সে ছবিতে দেখা গিয়েছে ছোট ইজ়হান মাকে চুমু খাচ্ছে। ছেলের ছবির সঙ্গে সানিয়া লিখেছেন, ‘‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’’ এই পোস্টেও ঘর ভাঙার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। পাকিস্তানের ক্রিকেটারের গলাতেই মালা দিয়েছিলেন হায়দরাবাদের টেনিস তারকা। সানিয়া-শোয়েবকে ক্রীড়া জগতের অন্যতম সেরা জুটি মনে করা হত। কাঁটাতার পেরিয়ে প্রেমের এই উজ্জ্বল দৃষ্টান্তেও কাঁটাতারের ছায়া পড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement