প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: ঋতুরাজ
আদিবাসী দম্পতিকে কুকথা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। মানিক হেমব্রম এবং শকুন্তলা হেমব্রম, সরকারি শিক্ষাকর্মী দম্পতিকে ‘নিচু জাত’ বলে কটূক্তি করা হয়। মারধরও করা হয়। সেই আতঙ্ক সঙ্গে নিয়েই কাজে যোগদান করেছেন দম্পতি। তবে অভিযুক্তরা এখনও অধরা কেন? প্রশ্ন মানিক ও শকুন্তলার।