রাষ্ট্রপুঞ্জের বিশ্ব আবহাওয়া সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গত আট বছরের মতো গরম আগে কখনও পড়েনি। সেই ২০১৬ সাল থেকেই প্রতি বছর গড় তাপমাত্রা বেড়ে চলেছে। সব মিলিয়ে, এক ‘অপরিবর্তনীয় জলবায়ু বিশৃঙ্খলা’র মুখোমুখি বিশ্ব। মিশরে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলন বা ‘কপ২৭’-এর আগে এমনই দাবি করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস।