প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
শনিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই মালদহ জেলার এনায়েতপুর হাই স্কুল থেকে ওই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় ১২ জন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে। পর্ষদ সূত্রে এ-ও জানা গিয়েছে, ধরা পড়ার হাত থেকে বাঁচতে কৌশল করে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড লালকালি দিয়ে কেটে দিয়েছিল অভিযুক্ত পরীক্ষার্থীরা। তবে তাতে লাভ হয়নি। কিউআর কোডের উপর থাকা লালকালি মুছে ওই পরীক্ষার্থীদের চিহ্নিত করেছে পর্ষদ। তাদের সব পরীক্ষা বাতিলও করা হয়েছে।