প্রতিবেদন ও চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: অলোক
কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৬তম বর্ষ। এ বছর স্টলের সংখ্যা ৯০০, যা বইমেলার সর্বকালীন রেকর্ড। প্রকাশনার দিক থেকেও অতীতের সব বইমেলাকে ছাপিয়ে নজির গড়েছে চলতি বইমেলা। গিল্ড প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর বইমেলায় এসেছিলেন প্রায় ২৫ লক্ষ মানুষ। বই বিক্রি হয়েছে এক হাজার কোটি টাকার উপরে। বইমেলা ২০২৩ কি সেই রেকর্ডও ভেঙে দেবে? এই বইমেলার প্রয়োজনীয়তাই বা কী? আনন্দবাজার অনলাইনের একান্ত সাক্ষাৎকারে পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সভাপতি তথা প্রকাশক সুধাংশুশেখর দে।