প্রতিবেদন: প্রচেতা
বর্ষার সময় প্রতি বছরই রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে। এর মধ্যেই মৃত্যুও হয়েছে ডেঙ্গিতে। তাতেই বাড়ছে উদ্বেগ। ২১ জুলাই কলকাতার হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা ওই মহিলার বয়স ৪৫। বেলেঘাটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত শনিবার শহরে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছে দশ বছরের এক নাবালিকা। শনিবার পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। ইতিমধ্যে ডেঙ্গি রুখতে বেশ কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা পুরসভা।