প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সৈকত
কলকাতা থেকে সাইকেলে অযোধ্যা— অসাধ্য সাধন দুই বাঙালির। ১২০০ কিলোমিটার পথ, ১৫ দিনে অতিক্রম করলেন সৌরভ মণ্ডল এবং সঞ্জয় বাউড়ি। সৌরভ টলিউড ইন্ডাস্ট্রির একজন কুশীলব, তিনি শৈবতীর্থ ‘বাবাধাম’ হয়ে অযোধ্যায় এসেছেন। তাঁর মতোই রামভক্তির টানে অযোধ্যায় এসে পৌঁছেছেন সঞ্জয়। তিনি ত্রিপুরার বাসিন্দা। প্রথমে পায়ে হেঁটে আসার পরিকল্পনা থাকলেও কলকাতা পর্যন্ত আসার পর সঞ্জয় সিদ্ধান্ত নেন সাইকেলে অযোধ্যা আসবেন। এরপর কলকাতা থেকে সাইকেল নিয়ে অযোধ্যায় এসে পৌঁছেছেন সঞ্জয়। নবনির্মিত রামমন্দির নিয়ে সারা দেশেই উন্মাদনা তুঙ্গে। তার মধ্যেই সাইকেলযোগে অযোধ্যা সেই উন্মাদনায় নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করেছে।