প্রতিবেদন: প্রচেতা এবং প্রিয়ঙ্কর
রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার গণেশ পুজোর মাধ্যমে শুরু হয়েছে ঔপচারিক অনুষ্ঠানের কাজ। সূচি অনুযায়ী বৃহস্পতিবার হল ভূমি এবং বরুণ পুজো। ২২ জানুয়ারি নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন এবং ‘রামলালার প্রাণ প্রতিষ্ঠা’ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। তার আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রামমন্দির চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তরপ্রদেশের পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রামমন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।