বাবা টলিউড ইন্ডাস্ট্রির পরিচালক, মা অভিনেত্রী, এমন এক পরিবারে বেড়ে ওঠা তাঁর। কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করলেও নিজেকে অন্যভাবে মেলে ধরার চেষ্টা করেছেন। বিতর্ক, ট্রোলিংও কিছু কম হয় নি। সব পিছনে ফেলে এগিয়ে চলেছেন বনি সেনগুপ্ত। ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, লভ লাইফ, বিতর্ক, ট্রোলিং সব নিয়ে দার্জিলিংয়ে ‘ঝড়’ ছবির শুটিংয়ের ফাঁকে আনন্দবাজার অলাইনের সঙ্গে আড্ডা জমালেন বনি।