প্রতিবেদন: প্রচেতা
অভিষেকের প্রবেশ ও প্রস্থান। মধ্যে সওয়া ৯ ঘণ্টার ব্যবধান। ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে চেনা ঢঙে দাঁড়ালেন তৃণমূলের সাধারণ সম্পাদক। হাতে মাইক, পাশে রাখা সাউন্ডবক্স। ঘণ্টাখানেকের বক্তৃতার নিশানায় কেন্দ্রীয় সরকার আর বিজেপি। আগের বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে বলেছিলেন “নির্যাস আস্ত অশ্বডিম্ব”। এ দিন কী বলবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, “মাইনাস টু”। ধূপগুড়ির উপনির্বাচনে তৃণমূলের জয়ের প্রতিহিংসায় বিজেপির অঙ্গুলিহেলনেই তাঁকে তলব করেছিল ইডি, দাবি অভিষেকের। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন, সহযোগিতা করেছেন। সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয়নি। এমনটাই দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। “আমাকে ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেও মেরুদণ্ড বিক্রি হবে না,” বললেন অভিষেক। শুধু তাই নয়, সিজিও কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করলেন তিনি। তাঁর প্রশ্ন, “১৪ মাস হয়ে গেল পার্থ জেলে, কী সুরাহা হয়েছে?” পাশাপাশি, তাঁর সমর্থনে কথা বলার জন্য ধন্যবাদ জানালেন ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের।