Independence Day 2023 News

‘বিজেপি সংবিধান বিরোধী, বিপন্ন বহুত্ববাদ’, স্বাধীনতা দিবসে দেশের অখণ্ডতা রক্ষার ডাক তৃণমূলের

মানুষের সমর্থনে এমন এক সরকার তৈরি হয়েছে, যা মানুষ প্রত্যাশা করেননি: সুব্রত বক্সি

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৩ ১৬:০৩
Share:
Advertisement

৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। সেখানেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। তিনি বলেন, “মানুষের সমর্থনেই কেন্দ্রে এমন এক সরকার তৈরি হয়েছে যা মানুষ প্রত্যাশা করেননি। বিজেপি সংবিধান বিরোধী দল।” একই সুরে সুর মিলিয়েই তৃণমূলের রাজ্যস্তরের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “ভারতের বহুত্ববাদ বিপন্ন।” স্বাধীনতা দিবসেই দেশের অখণ্ডতা রক্ষার ডাক দিয়েছে তৃণমূল। এ দিনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার ছাড়াও তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement