মনোনয়ন পর্বে ভাঙড় জুড়ে হিংসার জন্য তাঁকেই দায়ী করেছেন বিরোধীরা। তিনি যদিও সব দায় চাপিয়েছেন বিরোধী আইএসএফ-এর উপরেই। দাবি করেছেন নিশ্চিন্তে ভাঙড়-জয়ের। আরাবুল ইসলাম। এক সময় যাঁকে ‘তাজা নেতা’ উপাধিতে ভূষিত করেছিলেন মদন মিত্র। সেই আরাবুলই মঙ্গলবার পঞ্চায়েত ভোট গণনা শেষ হওয়ার আগেই ভাঙড়ের গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন। বললেন, “আমার বুথে আমরা জিতেছি। পোলেরহাটের অন্য বুথগুলিতে হেরেছি। আমাদের সাত জন প্রার্থী হেরেছেন। এই অবস্থা। হতেই পারে।”