West Bengal Panchayat Election 2023

ডায়মন্ড হারবারে উত্তেজনা, গণনাকেন্দ্র থেকে সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ

সকাল ৮টা থেকে রাজ্যের ২২টি জেলার মোট ৩৩৯টি গণনাকেন্দ্রে পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর আসছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১১:৩৫
Share:
Advertisement

রাজ্যের অন্যান্য জায়গার মতোই সকাল ৮টা থেকে ডায়মন্ড হারবারে পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। আর শুরু থেকেই অশান্তির খবর আসছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা থেকে। ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের দাবি, এলাকায় বোমাবাজি করছে শাসকদলের কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিপিএম। পুলিশ এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকুর রহমানকে আটক করেছে।

এ রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা সমিতি মিলিয়ে মোট ৭৩ হাজার ৮৮৭টি আসন। মোট গ্রাম পঞ্চায়েত আসন সংখ্যা ৬৩ হাজার ২২৯। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ এবং জেলা পরিষদে ৯২৮টি আসনে নির্বাচন। তবে সব ক’টি আসনে এ দিন গণনা হবে না। গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৮,০০২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭,৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। ৫৩টি আসনে জয়ী অন্য প্রার্থীরা। ৯,৭৩০টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ৯৮১টি আসনে। অন্যরা জিতেছে ১০টি আসনে। জেলা পরিষদে ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসকদল। বাকি ৯১২টি আসনে গণনা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement