প্রতিবেদন: সুদীপ্ত, সম্পাদনা: সৈকত
একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলন। প্রথমে দিল্লিতে কৃষি ভবনে গিয়ে মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করার চেষ্টা। সেখানে প্রত্যাখ্যাত হয়ে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের কাছে দাবি পেশের ঘোষণা। বৃহস্পতিবার থেকে রাজভবনের বাইরে ধর্নায় তৃণমূল। অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় আপাতত গরহাজির রাজ্যপাল। রাজভবনে নেই সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখে সোজা দিল্লি— রাজ্যপাল কবে ফিরবেন, জানে না রাজভবন। এই পরিস্থিতিতে দাবিপত্র পেশ না করা পর্যন্ত অবস্থানে অনড় অভিষেক। আর অভিষেকের এই নাছোড়বান্দা মনোভাবই অনেকের মানসপটে ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন আন্দোলনের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি আদায় করতে পেরেছিলেন। অভিষেক কি পারবেন, উত্তরের খোঁজে সময়ের দিকে তাকিয়ে রাজ্য।