খোদ তৃণমূল কাউন্সিলরই ধর্নায় বসেছেন এলাকাবাসীর সঙ্গে। গত ৭-৮ বছর ধরে আবর্জনার স্তূপে ঢেকেছে এন্টালির মতিঝিলের ‘বড়ুয়ার মাঠ’। অভিযোগ, চলছে জমি বেদখলের ধান্দা। আবর্জনার ঢিবি পেরিয়েই যেতে হয় মাঠ সংলগ্ন মাদার টেরেসার ‘নির্মল হৃদয়’ স্কুলে। ১৯৪৮ সালে এখানেই এক গাছতলায় ২১ জন বাচ্চাকে পড়ানো শুরু করেছিলেন মাদার। সেই ইতিহাস চাপা পড়ার আশঙ্কা ভাগাড়ের তলায়।