vote campaign

‘দল অভিজ্ঞতাকেই বেছে নিয়েছে’, আরও বেশি ভোটে জেতার দাবি ‘পরীক্ষিত’ প্রার্থী মালা রায়ের

সোমবার দক্ষিণ কলকাতা কেন্দ্রে দেওয়াল লেখার মাধ্যমে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী মালা রায়।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ১৯:২৫
Share:
Advertisement

ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়া বাকি। এতো দিনের দলীয় প্রথা ভেঙে, রবিবাসরীয় ব্রিগেড সভা থেকে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে তৃণমূল। দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ফের এক বার আস্থা রেখেছে মালা রায়ের উপর। সোমবার নিজের কেন্দ্রে দেওয়াললিখনের মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মালা। ফের প্রার্থী করবে দল এই বিশ্বাস ছিল? মালা জানাচ্ছেন, তিনি কাজ করেছেন, তাই আশা ছিল প্রার্থী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কৃতজ্ঞতা জানাতে ভুলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। গত বার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে জেতার পর তিনি এখন ‘পরীক্ষিত’ প্রার্থী, আরও বেশি ভোটে জিতবেন বলেই আশাবাদী কলকাতা পুরসভার চেয়ারপার্সন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement