প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম
চিরাচরিত লাউডস্পিকার, প্যামফ্লেট, পোস্টার-ব্যানারের পাশাপাশি তৃণমূলের রবিবারের ব্রিগেড জনসভায় একাধিক আধুনিক প্রযুক্তির সংযোজন। রয়েছে র্যাম্প, যার সাহায্যে জনতার মধ্যে হেঁটে আসার কথা তৃণমূল নেত্রী ও তাঁর ‘সেনাপতি’র। আছে ভিডিয়ো ওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সংরক্ষিত মূল মঞ্চের দু’পাশে তৈরি হয়েছে আরও দু’টি মঞ্চ। তার মধ্যে একটিতে জায়গা পাওয়ার কথা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চিত’ মানুষের।
এতো দিনের দলীয় প্রথা ভেঙে এ দিনের সভা থেকে লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করার কথা তৃণমূল নেত্রীর। তা নিয়েই চলছে জল্পনা। সূত্রের খবর, রাজ্যে ৪২টি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করবে তৃণমূল।