হুগলির চুঁচুড়ার মাঠে অনুশীলন করছিলেন তিতাস সাধু। তখনই খবর পান। জানতে পারেন, মেয়েদের আইপিএলে সুযোগ পেয়েছেন তিনি। দিল্লির হয়ে খেলবেন। মুম্বইয়ে চলছিল নিলাম। সেখানে জোরে বোলার তিতাসকে ২৫ লক্ষ টাকায় কিনেছে দিল্লি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন তিতাস। ফাইনালে চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন। তার জেরেই এ বার খেলবেন আইপিএল।সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিতাস। তিনি বলেন, ‘‘একটা উত্তেজনা ছিল। ছোটবেলা থেকেই আইপিএল দেখে বড় হচ্ছি। ভাল লাগছে একটা বড় ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পেরে। একটা চিন্তা ছিল, দল পাব কি না! দল পেয়ে অনেকটা হালকা লাগছে। এ বার অনুশীলন করতে হবে ভাল খেলার জন্য।’’ তিতাস এ-ও বলেন, ‘‘অনেক বিদেশি প্লেয়ার থাকবে দলে। তাঁরা কী ভাবে প্রস্তুতি নেন, সে সব শেখা যাবে। সুযোগ পেলে দলে জায়গা ধরে রাখার চেষ্টা করব।’’ তিতাসের কোচ প্রিয়ঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে খেললে অভিজ্ঞতা বাড়ে। কত টাকা পেল সেটা বড় কথা নয় খেলার সুযোগ পাবে এটাই বড়।’’