ইতিহাস বলছে, শিবসেনার ভাঙনের সূত্রপাত হয়েছিল বালাসাহেবের জমানাতেই। শুধু গুরুত্বপূর্ণ নেতারাই নন মতবিরোধের প্রভাব পড়ে পরিবারের অন্দরেও।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৪:২১
Share:
Advertisement
মরাঠি মানুষের স্বার্থরক্ষার দাবি এবং হিন্দুত্বের স্লোগান তুলে ১৯৬৬ সালের নভেম্বরে শিবসেনার প্রতিষ্ঠা করেছিলেন বালাসাহেব ঠাকরে। সাড়ে পাঁচ দশকে কলেবরে অনেক বেড়েছে প্রয়াত বালাসাহেবের দল। সেই সঙ্গে বারে বারে সাক্ষী হয়েছে ভাঙনেরও।