প্রতিবেদন: প্রচেতা
বারাণসীর ঘাটের মতো আরতি গঙ্গাপারের কলকাতায়। ঘটা করে এই সমারোহ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সঙ্গে জুড়ে গেল দেব দীপাবলি। বাঙালির আনন্দ উদ্যাপনের ক্যালেন্ডারে ঢুকে পড়ল আরও একটি উৎসব। রবিবার সন্ধ্যায় দশ হাজারেরও বেশি প্রদীপে সেজে উঠল কলকাতার বাজে কদমতলা ঘাট। সেখানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেব দীপাবলি’র সূচনা করলেন কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্যও। এ বছর প্রথম হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন থেকে বাজে কদমতলা ঘাটেই পালিত হবে দেব দীপাবলি।