প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
টেট পরীক্ষার দিন বদল। বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল, ১০ ডিসেম্বরের পরিবর্তে এ বছর পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। পরীক্ষার্থীর সত্যতা যাচাইয়ে পরীক্ষাস্থলে বসেই হয়ে যাবে বায়োমেট্রিক পরীক্ষাও। কী নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে। গত বছর ১১ ডিসেম্বর অনুষ্ঠিত টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬ লক্ষ পরীক্ষার্থী। তবে এ বার, যেহেতু শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরাই প্রাথমিকের টেট পরীক্ষায় বসতে পারবেন, তাই পরীক্ষার্থীর সংখ্যা কম বলে দাবি পর্ষদ সভাপতি গৌতম পালের। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ নয় হাজার চুয়ান্ন।