প্রতিবেদন: রিঙ্কি , চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: বিজন
আবহাওয়া নিজের চরিত্র বদলাচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না। সেই কারণে প্রকোপ বাড়ছে মশাবাহিত রোগের। ডেঙ্গি,ম্যালেরিয়া তো বটেই, দোসর ভাইরাল ফিভার। সাধারণত জ্বর হলে সবাই তেমন গুরুত্ব দেন না। নিজেরাই ওষুধ খেয়ে নেন। এর ফল হতে পারে মারাত্মক। তাই জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হলে কী করবেন, কী করবেন না। বিশদে জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী।