রাজনীতির চর্চায় এখন বিভাজন। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ঘিরে রোজই চড়ছে উত্তাপের পারদ। নেতাদের যেমন খুশি ‘মুখ না খোলার’ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পরও ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যে বিতর্ক। যার ব্যাখ্যা চায় তৃণমূল। তবে কেন এই বিভাজনের রাজনীতি। কার লাভ? কারই বা ক্ষতি। অঙ্ক কষছে সব পক্ষই।