ন’মাসেরও বেশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে সুনীতা উইলিয়মস এবং বুচ উইলমোর। অবশেষে তাঁদের ফেরাতে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেটে সওয়ার হয়ে পৌঁছেছে মহাকাশযান ড্রাগন। এখন সুনীতা-বুচদের ফেরার অপেক্ষা। ২০০৩ সালে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় মহাকাশযান দুর্ঘটনায় মারা যান কল্পনা চাওলা-সহ সাত মহাকাশচারী। ১৭ মার্চ কল্পনার জন্মদিন। ভারতীয় সময় ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরার কথা সুনীতাদের। কিন্তু কেন এত সময় লেগে গেল ওই মহাকাশচারীদের ফেরাতে?