প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি। উত্তরে স্বাভাবিক আবহাওয়া থাকলেও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ৩৮ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। আগামী ৭২ ঘণ্টাও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অন্য দিকে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এখন প্রশ্ন, দক্ষিণবঙ্গে বৃষ্টির এই ঘাটতি কেন? আবহবিদ সৌরীষ বন্দ্যোপাধ্যায়ের কথায়, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে, দক্ষিণবঙ্গ সেখান থেকে অনেকটাই দূরে। আর সে কারণেই শ্রাবণধারার সিংহভাগটাই চলে যাচ্ছে ওড়িশায়।