এক সুশান্ত ঘোষে রক্ষে নেই। এ বার সঙ্গে দোসর তন্ময় ভট্টাচার্য। গত অগস্টে যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরই দলের পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সুশান্ত ঘোষকে ছুটিতে পাঠিয়েছে সিপিএম। সেই ঘটনার মাস তিনেকের মধ্যেই ‘মহিলাঘটিত’ অভিযোগে সাসপেন্ড দমদমের প্রাক্তন বিধায়ক। শুক্রবার ফেসবুকে লাইভে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। অভিযোগ, বরাহনগরের বাড়িতে সাক্ষাৎকার দেওয়ার আগে তন্ময় ভট্টাচার্য না কি ওই মহিলা সাংবাদিকের কোলে উঠে বসেন। অভিযোগ সামনে আসতেই শুরু হয় শোরগোল। আরজি কর আবহে যখন মহিলা জাগরণ হচ্ছে, বামেরা যেখানে জমি প্রস্তুতের মরিয়া চেষ্টা চালাচ্ছে, সেই পরিস্থিতিতে তন্ময়ের বিরুদ্ধে এই অভিযোগে স্বাভাবিক ভাবেই বিড়ম্বনায় ফেলেছে রাজ্য সিপিএমকে। পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘটনার নিন্দা করেন এবং দলের নেতার বিরুদ্ধে অন্তর্বতী তদন্তের ঘোষণা করেন।
নেতাদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়। স্বাধীন ভারতে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রামের ছেলে সুরেশ রাম, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল নরেশনায়ারণ দত্ত তিওয়ারি, আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, কর্নাটকের আবগারি দফতরের মন্ত্রী এইচওয়াই মেইতি এবং জলসম্পদ মন্ত্রী রমেশ জারকিহোলির সেক্স স্ক্যান্ডাল গোটা দেশে শোরগোল ফেলে দেয়।