অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো। অবসর। প্রধানমন্ত্রীর কথায় আবার অবসর ভেঙে প্রত্যাবর্তন। তারপর চোট। আবার চোট কাটিয়ে দলে ফিরে সন্তোষজনক পারফরম্যান্স। শেষতম সংযোজন, বিশ্বকাপ দল থেকে বাদ। ‘তামিম বিতর্কে’ অন্তহীন নাটকীয়তায় বাংলাদেশ ক্রিকেট। শাকিব বনাম তামিম, দুই তারকার দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত দেশ। এই পরিস্থিতিতে বিশ্বকাপের দল নির্বাচন বিতর্কে এবার ঘৃতাহুতি স্বয়ং বাদ পড়া ক্রিকেটার তামিম ইকবালের। চোটের কথা স্বীকার, কিন্তু বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না, এই কথা নাকি সর্বৈব মিথ্যা! বুধবার বিকেলে তামিম ইকবালের পোস্ট করা ১২ মিনিট ১০ সেকেন্ডের ফেসবুক ভিডিয়োয় তোলপাড় বাংলাদেশ। ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তা ফোন করে তামিমকে আফগানিস্তান ম্যাচ না খেলার কথা বলেছেন, বিস্ফোরক দাবি তামিমের। এখানেই শেষ নয়। কারও নাম না করলেও বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ ‘রাজনীতি’ নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার। আবেগঘন বার্তায় তামিম সব শেষে বলে গেলেন, ‘‘বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা। আমাকে ভুলে যাবেন না প্লিজ।’’