সরকারি পোর্টালগুলো আদৌ কি নিরাপদ? সেখানে ব্যক্তিগত তথ্য রাখা কতটা সুরক্ষিত? সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্যজুড়ে। অভিযোগ, দুষ্কৃতীরা পড়ুয়াদের নাম ও অ্যাকাউন্ট নম্বরের তালিকা হ্যাক করে ট্যাবের টাকা লুটে নিয়েছে। যোগ্যদের অ্যাকাউন্ট বদলে নিজেদের অ্যাকাউন্ট নম্বর বসিয়েছে। কিন্তু প্রশ্ন, সরকারি পোর্টালে সেটা কী ভাবে সম্ভব? দুর্নীতি ঠেকানোর উপায় কী? দাওয়াই দিলেন সাইবার বিশেষজ্ঞ।