প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
ভারতের শহরগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় যে তালিকা প্রকাশ হয়েছে তাতে সবচেয়ে নোংরা শহরের তালিকায় রয়েছে বাংলার দশ শহর। তালিকায় যেমন রয়েছে ৬০০ বছরের পুরনো শহর হাওড়া তেমন রয়েছে মধ্যমগ্রাম, রিষড়া, বিধাননগর,আসানসোলও। হাওড়ার অলিগলিতে ঘুরল আনন্দবাজার অনলাইন। শহর কি আদৌ নোংরা? কী বলছেন স্থানীয় বাসিন্দারা? কেন্দ্রীয় সরকারের সমীক্ষা নিয়ে কী মত শাসক ও বিরোধীর?