আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের এজলাসে শুনানির দ্বিতীয় দিনে রাজ্য ও সিবিআই দু’পক্ষই স্টেটাস রিপোর্ট জমা দেয়। ৯ অগস্টের ঘটনা এবং তার পরবর্তী ঘটনাবলীর সময়ের নথিভুক্তিতে জটিলতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে দেশের শীর্ষ আদালত। বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন, ‘‘আমি আমার ৩০ বছরের আইনের কেরিয়ারে পুলিশকে এ ভাবে তদন্ত করতে দেখিনি। আপনি যদি ময়নাতদন্তের আগে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন, তাহলে কোন ভিত্তিতে করলেন! যদি ময়নাতদন্তের পরে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে থাকেন, তবে তখন অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন দায়ের করলেন, তখন তো মৃত্যুর কারণ জেনেই গিয়েছেন! সকালে দেহ দেখার পর থেকে এফআইআর পর্যন্ত ঘটনাপ্রবাহ যে ভাবে নথিভুক্ত হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত।