প্রতিবেদন- প্রচেতা
বৃহস্পতিবার বিকালে অবশেষে আদালতের নির্দেশ মেনে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন। সব মিলিয়ে আদালতের নির্দেশ মেনে ২০১৩ সালের থেকে ২ কোম্পানি বেশি বাহিনী চাইল কমিশন। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির স্পষ্ট আদেশ ছিল ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করতে হবে কমিশনকে। কমপক্ষে ৮২ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে হবে। দিনের শেষে সেই মর্মেই বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি কমিশনের। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহের যোগদান রিপোর্টে (জয়েনিং রিপোর্ট) সই না-করে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে রাজীবের ওই পদে থাকা নিয়ে এবং যা নিয়ে রাজনৈতিক তরজায় শাসক-বিরোধী।