প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
দেশের মধ্যে অবস্থিত ৭৬ টি নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে 'মাল্টিপল এন্ট্রি ও এক্সিটের' ভাবনা সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান গুলির মধ্যে ছাত্ররা সুযোগ পাবেন শিক্ষাপ্রতিষ্ঠান বদল করার। জানিয়েছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ। আগামী দুই বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়নের ভাবনা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ১০.৭ একর জমির বিষয়েও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। আগামী শিক্ষাবর্ষ থেকে একাধিক নতুন কোর্স চালু হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে।