Sa Re Ga Ma Pa Singer Gourab Sarkar
রাত কাটিয়ে ভেঙেছেন সম্পর্ক! গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে অভিযোগ ‘প্রেমিকা’র
“যখন আমার সঙ্গে এত রাত থেকেছে...”, গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায়।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২
বিয়ের কথা দিয়ে ‘রাত কাটিয়ে’ সম্পর্ক ভেঙে দেওয়ার অভিযোগ উঠল সারেগামাপা খ্যাত গায়ক গৌরব সরকারের
বিরুদ্ধে। অভিযোগকারিণীর নাম শ্রেয়সী চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে গৌরবের সঙ্গে তাঁর একটি ছবি দিয়ে এক
দীর্ঘ পোস্ট করে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)