book fair

পড়ুয়াদের বইমুখী করতে স্কুলের উদ্যোগ, পুজোর আগেই বইয়ে মন দেওয়াতে ‘বইমন’ মেলা সোনারপুরে

‘বইমন’ মেলাতে ছাত্রীদের উপযোগী নানান বই রাখা হয়৷ স্কুলের চৌহদ্দিতে এমন বইমেলা পেয়ে খুশি ছাত্রীরাও৷

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সোনারপুর শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৮:৪৮
Share:
Advertisement

সামনেই পুজোর লম্বা ছুটি৷ স্কুলের ছাত্রীরা এখন মোবাইলমুখী৷ পড়ার বই বাদে, সাধারণ গল্পের বই, গোয়েন্দা গল্পের বই বা কল্প বিজ্ঞানের গল্পের বইও এখন আর খুব একটা টানে না বর্তমান প্রজন্মকে৷ ছাত্রীদের বইমুখী করে তুলতে সোনারপুরের কামরাবাদ গার্লস স্কুলের পক্ষ থেকে তাই স্কুলের মধ্যেই একটি বইমেলার আয়োজন করা হয়৷ এই মেলায় ছাত্রীদের বই কেনার হিড়িক দেখে অবশ্য বোঝার উপায় রইল না যে তারা বই পড়তে পছন্দ করে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement