Khalistani Row

সন্দেশখালিতে ‘খলিস্তানি’ বির্তকের আঁচ কলকাতায়, বুধবারও বিজেপির সদর দফতর ঘেরাও শিখেদের

শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুলে বিজেপির সদর দফতর ঘেরাও শিখেদের।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮
Share:
Advertisement

সন্দেশখালিতে ‘খলিস্তানি’ বিতর্কের জেরে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখালেন কলকাতার শিখ সম্প্রদায়ের মানুষেরা। মঙ্গল ও বুধবার পর পর দু’দিন কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এ দিন মুরলীধর সেন স্ট্রিটে বিজেপির সদর দফতরের সামনে রীতিমতো মঞ্চ বেঁধে ধর্নায় বসেন বিক্ষোভকারীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিও তুলেছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। হাই কোর্টের অনুমতি নিয়ে তৃতীয় বারের চেষ্টায় সন্দেশখালিতে ঢোকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকালে বিরোধী দলনেতা-সহ বিজেপি নেতৃত্বের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় পুলিশ আধিকারিকদের। অভিযোগ, সেখানেই কর্তব্যরত পাগড়িধারী আইপিএস অফিসার যশপ্রীতকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। তার পর থেকেই ‘খলিস্তানি’ বিতর্কে উত্তাল হয়ে ওঠে বাংলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement