প্রতিবেদন: প্রচেতা
আনন্দবাজার অনলাইন আয়োজিত ‘শব্দ-জব্দ’ ২০২৩ প্রতিযোগিতায় জয়ী ‘লায়ন্স ক্যালকাটা (গ্রেটার) বিদ্যামন্দির’। রাজ্যের ১০ জেলার ৪২ শহরের দেড়শো স্কুলের মধ্যে প্রথম হল তারা। দ্বিতীয়বার ‘শব্দ-জব্দ’ প্রতিযোগিতার খেতাব পেল ‘লায়ন্স ক্যালকাটা (গ্রেটার) বিদ্যামন্দির’। মগজাস্ত্রের লড়াইয়ে দ্বিতীয় স্থান অধিকার করল দক্ষিণ ২৪ পরগণার ‘কামরাবাদ গার্লস হাইস্কুল’। শেষ ছয়ের লড়াইয়ে তৃতীয় হল বজবজের ‘চক গোপাল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস’। প্রতিযোগিতার অন্তিম পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনের এই উদ্যোগে তিনি আপ্লুত। ‘শব্দ-জব্দ’ প্রতিযোগিতা প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, “এই ধরনের উদ্যোগ শব্দের প্রতি সচেতনতা তৈরি করবে, বাড়বে ভাষার প্রতি ভালাবাসাও।”