Durga Puja 2023

ক্যালিফোর্নিয়ার দুর্গাপুজো, কুমোরটুলি থেকে যাচ্ছে ফাইবারের প্রতিমা

কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া— নদীবক্ষে বিদেশ-বিভুঁইয়ে কুমোরটুলির তৈরি ফাইবারের প্রতিমা। শিল্পভারতী স্টুডিয়ো থেকে ফাইবারের প্রতিমা যাচ্ছে কেপটাউনেও।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৯:৪৭
Share:
Advertisement

রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই শুরু প্রস্তুতি। আসছে বাঙালির প্রাণের উৎসব— দুর্গাপুজো। হাতে আর কয়েকটা দিনই বাকি। চূড়ান্ত ব্যস্ত কুমোরটুলি। পুজোর দু’মাস আগেই কলকাতা থেকে ফাইবারের প্রতিমা যাচ্ছে ক্যালিফোর্নিয়া এবং কেপটাউনে। বিদেশে প্রতিমা পাঠাচ্ছেন কিংবদন্তি গোরাচাঁদ পালের বংশধর প্রদ্যুৎ পাল। বিশ শতকের গোড়ার দিক থেকেই গঙ্গাপাড়ের পটুয়াপাড়ার এই ঘর থেকে একাধিক প্রতিমা বিদেশে যায়। বিগত দুই দশকে আমেরিকা, আফ্রিকা ছাড়াও ইউরোপের একাধিক জায়গায় প্রতিমা পাঠিয়েছেন তাঁরা। মাঝে লকডাউনের জন্য ছেদ পড়লেও এ বার আবার শিল্পভারতী স্টুডিয়ো থেকে প্রতিমা যাচ্ছে বিদেশে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এই বছর পুজো হবে কুমোরটুলিতে তৈরি ফাইবারের প্রতিমার। ফাইবারের তৈরি আর একটি প্রতিমা পাড়ি দিচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। কলকাতা থেকে বিদেশে প্রতিমা পাঠানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রদ্যুৎ পাল। আর শিল্প নৈপুণ্যে যার কথা না বললেই নয়, তিনি গোরাচাঁদ পালের নাতি বিপ্লব পাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement