সম্পাদনা: সৈকত
আপত্তিকর মন্তব্যে মানহানির মামলা! তৃণমূল মুখপাত্র ‘ত্যাজ্যপুত্র’, তাঁর বিরুদ্ধে শতরূপ ঘোষের এই মন্তব্যেই মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। সেই মামলায় শতরূপ ছাড়াও নাম রয়েছে মহম্মদ সেলিম এবং বিমান বসুর। বৃহস্পতিবার কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলায় জামিন নিলেন তিন সিপিএম নেতাই। যার প্রতিক্রিয়ায় সুদূর স্পেন থেকে কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। আনন্দবাজার অনলাইনকে দেওয়া ভিডিয়ো প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র বলেন, “আমাকে মানহানিকর কথা বলেছিল সিপিএম। যুক্তিতে না পারলে ব্যক্তি আক্রমণ করে, এটাই সিপিএমের স্টাইল। আমাকে ত্যাজ্যপুত্র বলেছিলেন ২২ লাখি গাড়ির কমরেড। সিপিএমের যারা সিনিয়র নেতা, বিমান বসু, মহম্মদ সেলিম তাঁরা এই বক্তব্যকে আবার প্রচারও করেছেন। আমি স্বাভাবিক ভাবেই মামলা করেছি। তাঁদের আদালতে গিয়ে জামিন নিতে হল।” সিপিএমের উদ্দেশে কুণালের খোঁচা, “দেখ কেমন লাগে।”