Kunal Ghosh VS Shatarup Ghosh

মানহানি মামলায় আদালতে বিমান-সেলিম-শতরূপ, ‘দেখ কেমন লাগে’, কটাক্ষ কুণালের

স্পেন থেকে সিপিএমকে কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪
Share:
Advertisement

আপত্তিকর মন্তব্যে মানহানির মামলা! তৃণমূল মুখপাত্র ‘ত্যাজ্যপুত্র’, তাঁর বিরুদ্ধে শতরূপ ঘোষের এই মন্তব্যেই মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। সেই মামলায় শতরূপ ছাড়াও নাম রয়েছে মহম্মদ সেলিম এবং বিমান বসুর। বৃহস্পতিবার কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলায় জামিন নিলেন তিন সিপিএম নেতাই। যার প্রতিক্রিয়ায় সুদূর স্পেন থেকে কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। আনন্দবাজার অনলাইনকে দেওয়া ভিডিয়ো প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র বলেন, “আমাকে মানহানিকর কথা বলেছিল সিপিএম। যুক্তিতে না পারলে ব্যক্তি আক্রমণ করে, এটাই সিপিএমের স্টাইল। আমাকে ত্যাজ্যপুত্র বলেছিলেন ২২ লাখি গাড়ির কমরেড। সিপিএমের যারা সিনিয়র নেতা, বিমান বসু, মহম্মদ সেলিম তাঁরা এই বক্তব্যকে আবার প্রচারও করেছেন। আমি স্বাভাবিক ভাবেই মামলা করেছি। তাঁদের আদালতে গিয়ে জামিন নিতে হল।” সিপিএমের উদ্দেশে কুণালের খোঁচা, “দেখ কেমন লাগে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement