abhishek bandopadhyay

ইডি দফতর থেকে বেরিয়েই আক্রমণাত্মক অভিষেক, বললেন ‘গ্রেফতার হবেন শুভেন্দু’

প্রাথমিক নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের সূত্রেই অভিষেককে ডেকে পাঠানো হয়।

প্রতিবেদন: প্রচেতা ও সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৪
Share:
Advertisement

ইডি দফতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোলেন তখন কেটে গেছে ৯ ঘণ্টার বেশি সময়। বেরিয়েই হাতে মাইক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন তিনি। বলা ভাল রীতিমতো বোমা ফাটালেন অভিষেক। ইডির বিশ্বাসযোগ্যতা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি— নানা বিষয়ে সুর চড়ালেন। আক্রমণাত্মক ভঙ্গিতে বিঁধলেন শুভেন্দু অধিকারীকে। বললেন, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসবে। তখন গ্রেফতার হবেন শুভেন্দু।’’ ইডির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক। তিনি বলেন, “নারদা কেলেঙ্কারিতে এফআইআরে অভিযুক্ত শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি। উল্টে বিজেপি তাঁকে দলে নিয়েছে। সাড়ে ন’বছরে নারদার তদন্ত এগোয়নি। আর এই মামলায় ঠিক ভোটের সময় বা আমার কোনও রাজনৈতিক কাজ থাকলে তখনই ডাকা হয়।” প্রসঙ্গত, ইডির সমন পাওয়ায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি কমিটির সদস্য অভিষেক। বুধবারই ছিল কমিটির প্রথম বৈঠক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement