সম্পাদনা: অসীম
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন শাকিব আল হাসান। জল্পনা ছিল, শাসক দল আওয়ামী লীগের টিকিটে মাগুরা অথবা ঢাকার কোনও কেন্দ্র থেকে লড়বেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। শেষ পর্যন্ত নিজের কেন্দ্র মাগুরা (এক) থেকেই লড়ছেন শাকিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাশরাফি মোর্তাজা। নড়াইল থেকে জিতে সাংসদ হয়েছিলেন ম্যাশ। ২০১৮ সালের পর ২০২৪ সালের নির্বাচনেও মোর্তাজাকে প্রার্থী করছে আওয়ামী লীগ। আশ্চর্যজনকভাবে এ বছর ভোটে শেখ হাসিনার দল আওয়ামী লীগের টিকিটে লড়ছেন অভিনেতা ফিরদৌস। ঢাকা (দশ) আসন থেকেই লড়বেন তিনি। সংসদীয় রাজনীতিতে নিজের অভিষেক নিয়ে ফিরদৌসের বক্তব্য, “আমি নিজে দীর্ঘ দিন অভিনয় করে মানুষের মনোরঞ্জন করেছি। এ বার আমার ইচ্ছে সমাজের জন্য কিছু করা। মানুষের সেবা করব বলেই রাজনীতিতে এলাম।”
আগামী বছর ৭ জানুয়ারি বাংলাদেশে ভোট। সে দিনই নির্ধারিত হবে শাকিব, ফিরদৌসের মতো নবাগতদের রাজনৈতিক ভাগ্য।