প্রতিবেদন: প্রিয়ঙ্কর
এই পরিস্থিতিতে সম্প্রতি মণিপুরের একটি ভিডিয়োকে ঘিরে নতুন করে চড়েছে উত্তাপের পারদ। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দুই মণিপুরী মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হচ্ছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। বিতর্কের মাঝে জোরালো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের দাবি। এই ঘটনার প্রেক্ষিতে, মণিপুরে জাতিহিংসার জন্য কেন্দ্রে ও সে রাজ্যের বিজেপি সরকারকে দায়ী করে এক মশাল মিছিলের ডাক দেয় বামপন্থী পড়ুয়া ও যুবদের সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি। এ দিন সন্ধ্যায় ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।