Bengaluru

সোমবার থেকে টানা বৃষ্টিতে ভাসছে বেঙ্গালুরু, মঙ্গলবার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত

বেঙ্গালুরুতে সোমবার থেকে এক টানা বৃষ্টি চলছে। রাস্তার উপর উপড়ে পড়েছে একাধিক গাছ। জলের তলায় শহরের বিস্তীর্ণ এলাকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৩
Share:
Advertisement

সোমবার থেকেই টানা বৃষ্টি হয়ে চলেছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। নাগাড়ে বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে শহরের বিস্তীর্ণ। পরিস্থিতি এমনই যে মঙ্গলবার শহরের সমস্ত স্কুল, কলেজ বন্ধ করার কথা ঘোষণা করেছে প্রশাসন। প্লাবিত এলাকাগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। গত সোমবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এ দিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েক দিন বৃষ্টি চলতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement