গুজরাতের বডোদরা শহরে বেপরোয়া গতির শিকার এক নিরীহ স্কুটিচালক। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম আরও বেশ কয়েক জন পথচারী। এত বড় এক দুর্ঘটনার পর চালক রক্ষিত চৌরাসিয়া গাড়ি থেকে নেমে চিৎকার করতে থাকেন ‘ওম নমহ শিবায়’।
মত্ত বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো মারাত্মক অপরাধ। প্রথম বার ১০ হাজার টাকা জরিমানা এবং ছ’মাসের কারাদণ্ড। ফের ধরা পড়লে ১৫ হাজার টাকা জরিমানা এবং সর্বোচ্চ দু’বছরের জেল হতে পারে। কিন্তু অপরাধ আটকানো যাচ্ছে কই? গুজরাতের ঘটনা আরও কঠিন সাজার দাবি তুলেছে।