পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই প্রকাশ্যে আসছে রাজ্যে হিংসা এবং হানাহানির একাধিক অভিযোগ। একুশের জনসভার পরই যেমন বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। এ বার শিরোনাম কাকদ্বীপ। অভিযোগ, বিজেপি নেতা বাদল কামিল্লার ৫০ বিঘা জমিতে বিষ দিয়ে ধান নষ্ট করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যেশ্বর মাইতির দাবি, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। এমন কাজ আমরা কখনই করিনি, আগামীতেও করব না। সংবাদ শিরোনামে আসার জন্য নিজেরাও এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।” তবে আপাতত লোকসানের কথা ভেবে মাথায় হাত বাদলের।